ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাশিয়ার একাধিক আর্থিক প্রতিষ্ঠানকে ব্লক করেছে মাস্টারকার্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেন আক্রমণের প্রেক্ষাপটে রাশিয়ার একাধিক প্রতিষ্ঠানের লেনদেন আটকে (ব্লক) করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড ইনকরপোরেশন।   

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের একাধিক নিষেধাজ্ঞা আরোপের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার মাস্টারকার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এই ব্যবস্থা কার্যকরে নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এছাড়া দুই মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণাও দিয়েছে তারা। 

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে নিষেধাজ্ঞার প্রভাব কমাতে তার বৈদেশিক রিজার্ভ বরাদ্দ করা থেকে বিরত রাখবে।

কার্ডসেবা বন্ধ হতে পারে বা পশ্চিমা নিষেধাজ্ঞার পরে ব্যাংকগুলো নগদ উত্তোলন সীমিত করবে- এমন উদ্বেগের মধ্যে রোববার রাশিয়ানদের এটিএম বুথে ছুটতে দেখা গেছে। 

সূত্র: রয়র্টাস

আরএমএ


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি